রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় শাহিন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালক মো. ফিরোজ মিয়া (৪৫)।
শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মাতুয়াইল মেডিকেলের সামনে ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন যাত্রাবাড়ীর সানারপাড় এলাকার শামসুল হকের ছেলে।
স্থানীয় পথচারীরা আহত অবস্থায় শাহিন ও ফিরোজ মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত ৩টার দিকে শাহিনকে মৃত ঘোষণা করেন। আহত চালক ফিরোজ মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, ‘মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
