মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকা থেকে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর)। সোমবার ভোরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক ড. মোঃ আবু সাঈদ মিয়ার তত্ত্বাবধানে পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলী অভিমুখী সৌদিয়া নামের বাসটি আসাদগেট মোড় পৌঁছলে সেটিকে থামানো হয়। পরে বাসের ভেতর থেকে দুইজনকে সন্দেহ হলে আটক করা হয়। আটককৃত দের কাছে পাওয়া যায় ১৪ হাজার মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন।

গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলেন কক্সবাজারের পেকুয়ার মোঃ পারভেজ মোশারফ (২৩) ও মোঃ মেজবাহ উদ্দিন (২১)। অভিযানের সময় উদ্ধারকৃত ইয়াবাগুলো তাদের নিজেদের হেফাজতে ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন।

এই ঘটনায় পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।