বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর দক্ষিণখান এলাকায় পারিবারিক কলহের জেরে রাজিয়া সুলতানা (মিম) নামের এক নারী পুলিশ সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরে রাত ১টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিমের বাবা মো. নাসির উদ্দিন বাচ্চু বলেন, তার মেয়ে পুলিশের নারী সদস্য ছিলেন ও তার স্বামী রাজিব মিয়া পুলিশের সদস্য। তিনি বলেন, আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে রাত প্রায় ১০টার দিকে মিম তার রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়েছে। পরে স্বামী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর থানার নয়াবাড়ি এলাকায়। বর্তমানে তারা দক্ষিণখান কসাইবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় বাস করেন। মিমের একটি কন্যাসন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।