শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বাসার ভেতর স্বামী/স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে পুরুষ-নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা স্বামী-স্ত্রী। তবে মৃত্যুর কারণ বা ধরন নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রোববার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।লাশ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

এর মধ্যে সাইফুল ইসলাম (৩০) ওই বাসার দারোয়ান ছিলেন। আর নারীর নাম শাকিলা। তিনি সাইফুলের স্ত্রী। একই বাসার রান্নার কাজ করতেন তিনি। তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পর এ ঘটনা ঘটতে পারে।

তিনি জানান, সকালে স্থানীয় লোকজন লাশের পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে দুটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী মামলা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।