শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্ব কর্মকর্তার ভাষ্য,হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজস্ব কর্মকর্তার ভাষ্য,হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি

চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খাঁনকে গুলি করার চেষ্টা করা হয়েছে। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটেছে। আসাদুজ্জামান কাস্টম হাউসের এআইআর শাখায় কর্মরত রয়েছেন। মামলা করতে পরে থানায় যান।

এ ব্যাপারে আসাদুজ্জামান খান বলেন, ‘অফিসের দিকে যাচ্ছিলাম। হঠাৎ তিন ব্যক্তি এসে আমাদের গাড়ি থামায়। থামানোর সঙ্গে সঙ্গে গাড়ির কাচ ভাঙচুর শুরু করে, কোপ দেয়। গুলি কর, গুলি কর বলতে থাকে। গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকি। একটা গলির ভেতর ঢুকে প্রাণে বাঁচি। মামলা করার জন্য থানায় এসেছি।’ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

এর আগে ৫ অক্টোবর একটি মোবাইল নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে আসাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছেন। ৬ অক্টোবর আসাদুজ্জামান চট্টগ্রাম বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে উল্লেখ করেন, ‘আমি মো. আসাদুজ্জামান খাঁন, রাজস্ব কর্মকর্তা, চট্টগ্রাম কাস্টম হাউস। ৫ অক্টোবর একটি মোবাইল নম্বর থেকে বিকেল সাড়ে ৪টার দিকে হাউসে অবস্থানের সময় আমার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দেয়। আমাকে জানে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।