সীতাকুণ্ডের ১০ নং সলিমপুর ইউনিয়নের জনপ্রিয় রোকন উদ্দিন মেম্বারের দলীয় পদ বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সলিমপুরের নারী,পুরুষ,কিশোর,যুবক।
মাত্র ২২ বছর বয়সে আওয়ামীলীগের স্বৈরাচারী দূর্শাসনের আমলেই ছলিমপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত সদস্য হন বিপুল ভোটে। তিনি সেই সময় থেকে আওয়ামীলীগের ষড়যন্ত্র,হামলা,মামলা অপেক্ষা করে ২০১২ সাল থেকে গণতন্ত্র মুক্তির আন্দোলনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী নির্দেশনায় ছলিমপুর দূর্বার আন্দোলন গড়ে তুলেন, যার কারণে আওয়ামী স্বৈরাচারী তৎকালীন মন্ত্রী,এমপি,উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ স্বৈরাচারীর দোসরদের কু-নজরে পড়ে এবং তাকে হত্যার উদ্দেশ্যে র্যাব দিয়ে ২০১৬ সালের মার্চ মাসে ইউপি নির্বাচনের কয়েকদিন আগে ক্রসফায়ার বা আয়না ঘরে গুম করার জন্য গ্রেফতার করে। কিন্তু ভাগ্যের গুণে ও এলাকাবাসী নারী-পুরুষ,বৃদ্ধ-শিশুরা রাস্তায় নেমে প্রতিবাদ করায় সে মৃত্যু থেকে রক্ষা পায়। তারপরও ষড়যন্ত্র থেমে ছিল না। সে তার তোয়াক্কা না করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঝাপিয়ে পরেন। তখন সেই রোকন মেম্বার স্বৈরাচারীদের মনে আতংক সৃষ্টি হয়ে পড়ে। তখন থেকে প্রশাসনের নিয়মিত নির্দেশনা ছিল রোকন মেম্বারে ঘরে তল্লাসির নামে হয়রানীর ষড়যন্ত্র এবং তার পরিবারের সদস্যদের হয়রানী করা এত কিছুর পরও রোকন মেম্বারকে কেউ দাবীয়ে রাখতে পারেনি। আজ মিথ্যা অভিযোগের ভিত্তিতে কোন তদন্ত ছাড়া তাকে দল থেকে বহিস্কার করা হয়। এখনো রোকন মেম্বার কে দমানোর জন্য কিছু আওয়ামী দোসরদের মিথ্যা প্রচারণায় পড়ে বা ষড়য়ন্ত্রকারীদের ষড়যন্ত্রে পড়ে বিএনপি যুবদলের সিনিয়র নেতারা বহিস্কার করেছে বলে মন্তব্য করেন বক্তারা।
আজ ১৩ অক্টোবর রোজ সোমবার সকাল ১০টায় ফৌজদারহাটস্থ লিংক রোডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দাড়িয়ে সদ্য বহিস্কৃত যুবদলের ত্যাগী নেতা রোকন মেম্বারের বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবীতে ছলিমপুরের সকল শ্রেণীর মানুষ মানববন্ধন পালন করেছে। প্রবীন রাজনৈতিক ব্যক্তি ও সমাজ সেবক লোকমান হাকিমের সভাপতিত্বে মানববন্ধন মাহমুদুল হাসান বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,শাহাদাৎ হোসেন সমীর,মঞ্জুরুল ইসলাম,মিজানুর রহমান রাজু,জাফর আহমদ,আলী আকবর,জসিম উদ্দিন,মহিউদ্দিন,হোসেন, নাজিম উদ্দিন,শামসুল আলম,সাহাবুদ্দিন,মুছা,যুবনেতা মঞ্জুর, রমজান,মিশু,রুবেল,জসিম,জীবন,অপু,সেলিম মাহমুদ,ফরহাদ,মিজান,নিপা, সোনিয়া নাজু,রিমন,শহিদুল্লাহ সহ নেতাকর্মী ও এলাকাবাসী বক্তব্য রাখেন ও অংশগ্রহন করেন।
