বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সমতল মাতৃভূমি

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারতের কাছে দেশে ফেরত চাওয়া হয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। এ ধরনের ঘটনা চট করে জলদি সমাধান পাওয়া যায় না। ভারতের পক্ষ থেকে কি রিঅ্যাকশন পাওয়া যায়; তা দেখা হচ্ছে।আজ শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান সাহেব কখন দেশে আসবেন এই সম্পর্কে আমার কাছে কোন তথ্য নেই। তার স্ত্রী (ডা. জুবাইদা রহমান) সম্ভবত ঢাকায় পৌঁছে গেছেন। আজ বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না, কারণ জানতে পারলাম এয়ারক্রাফট নিয়ে টেকনিক্যাল সমস্যা রয়েছে।

আরকান আর্মিদের হাতে জেলেদের আটকের ব্যাপারে তৌহিদ হোসেন বলেন, আরকান আর্মিরা স্টেটের কেউ না। তাই চাইলে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা সম্ভব নয়। যেহেতু আমাদের স্বার্থ রয়েছে, তাই, বিষয়টি দেখতে হবে। সবকিছু তো প্রকাশ করা যায় না। তবে এ ঘটনা যেন আর না ঘটে বা কম ঘটে, সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় চাইনিজ অর্থায়নে এক হাজার শয্যার একটি হাসপাতাল হওয়ার কথা ছিল। সেটি সরকার নীলফামারীতে করতে যাচ্ছে। এটা এমনভাবে প্ল্যান করা হয়েছে যেন রংপুর অঞ্চলসহ ভারত-ভুটান ও বিভিন্ন দেশের মানুষ এখান থেকে চিকিৎসা নিতে পারে। রংপুর অঞ্চলে কলকারখানা-বাণিজ্য নেই। এখনকার বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। তাই, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

উপদেষ্টা আরও বলেন, আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার এমনভাবে দিয়ে যেতে চাই, তারা যেন এক-দেড় বছরের মধ্যে সহজে দেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে। মানুষের অনেক আশা আমরা যেন সব রিফর্ম করে যাই, কিন্তু সেটি দীর্ঘ সময়ের ব্যাপার। যারা আগামীতে ক্ষমতায় আসবে তারা যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে। আমরা আশা করি, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা দেশে সর্বত্র সমতা নিয়ে আসবে এবং দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন করবে।

এদিকে, চারদিনের সফরে আসা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শুক্রবার রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করেন। আগামীকাল শনিবার সকালে তিনি রংপুর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। পরদিন রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে বিকেলে ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন উপদেষ্টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।