বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেষ ওভারে ১৩ রান নিতে ব্যর্থ ওয়ার্নার, হারল দল

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

ব্যাটিংয়ের সময় সিডনির ব্যাটার ওয়ার্নার। ছবি: ক্রিকইনফো

শেষ ওভারে জয়ের জন্য দরকার ১৩ রান। ফিফটি করে ক্রিজে আছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। শুধু ক্রিজে নন, শেষ ওভারের প্রথম চার বলে স্ট্রাইক প্রান্তেও তিনি। তবু মেলাতে পারলেন না অঙ্ক। বরং ওয়ার্নারের ব্যর্থতায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৬ রানে হেরেছে সিডনি থান্ডার্স।

মঙ্গলবার অ্যাডিলেডে শুরুতে ব্যাট করে স্বাগতিক দল অ্যাডিলেড ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। জবাবে ৭ উইকেটে ১৫৯ রানে আটকে যায় সিডনি।

অ্যাডিলেডের হয়ে তিনে নামা উইকেটরক্ষক ব্যাটার ম্যাকেঞ্জি হার্ভে ৩৪ বলে ৩৮ রান করেন। চারে নামা জেসন সাঙহা ২৩ বলে চারটি চারের শটে ৩১ রানের ইনিংস খেলেন। পাঁচে নামা লিয়াম স্কট খেলেন ৩২ বলে ৪৯ রানের ইনিংস। তার ব্যাট থেকে সাতটি চারের শট আসে।

সিডনি জয়ের লক্ষ্যে নেমে ৯.৪ ওভারে ৭৩ রান তুলে ফেলে। ম্যাথু গিলকেস ৩৩ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে চারটি চার ও দুটি ছক্কা আসে। এরপরই টানা উইকেট হারিয়ে ৭৭ রানে ৩ উইকেট হয়ে যায় সিডনি। ওয়ার্নার ও নিক ম্যাডিসন ৪৪ রানের জুটি গড়ে ম্যাচ সহজ করে ফেলে।

কিন্তু ১৬.২ ওভারে সিডনি ১২৮ রানে ৫ উইকেট হারালে ম্যাচ কিছুটা কঠিন হয়ে যায়। তবু ওয়ার্নার ক্রিজে থাকায় নির্ভার ছিল সিডনি। শেষ ওভারে লুক উডের বলে ১৩ রান দরকার ছিল সিডনির। সহজ হিসাব মেলাতে পারেননি ওয়ার্নার।

সাবেক অজি ওপেনার প্রথম তিন বল ডট দিয়ে চতুর্থ বলে সিঙ্গেল নেন। স্ট্রাইকে এসে ম্যাক এনড্রু চার মারলেও শেষ বলে সিঙ্গেলের বেশি নিতে পারেননি। ওয়ার্নার ৫১ বলে সাতটি চার ও এক ছক্কায় অপরাজিত ৬৭ রান করেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া জেমি ওভারটন ম্যাচ সেরা হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।