বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিটি গেইট এলাকা থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ একজন কে‌ আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মহানগররীর আকবর শাহ থানাধীন নগরীর প্রবেশ দ্বার খ্যাত সিটি গেইট এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে ২৫ ভরি স্বর্নালংকার সহ এক চোরাকারবারী কে গ্রেফতার করেছে পুলিশ।

৫ নভেম্বর ( বুধবার)আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ দেলোয়ার, এএসআই-মোঃ হাশেম, এএসআই-মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় র্ফোস সিটি গেইট এলাকা হতে ২৫ ভরি স্বর্ণালঙ্কার সহ নুর আলম (৩৫) এক চোরাকারবারী কে গ্রেফতার করে।

স্বর্ন চোরাচালানকারী দলের সদস্য নূর আলমের গ্রামের বাড়ি ফেনী সোনাগাজী থানার নবাবপুর ইউপির মোঃআবুল বশরের পুত্র বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি মোহাম্মদ আরিফ। এ সংক্রান্তে আকবরশাহ থানার মামলা নং-৫(১১)২৫,

ধারা-বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b) ধারায় দায়ের করে পুলিশ হেফাজতে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ আরিফ।সিটি গেইট এলাকা থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার সহ একজন কে‌ আটক করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।