সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ও কাঁকড়া শিকারে ব্যবহৃত সাতটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। এ সময় আটক করা হয়েছে তিনজন জেলেকে। বৃহস্পতিবার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাঠি ও নোটাবেকি অভয়ারণ্যে এই অভিযান চালানো হয়। এ সময় অন্তত ১০-১২ জন বনের ভেতরে পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন– জাহিদুল ইসলাম (৩৫), মোশারফ গাইন (৫৬) ও মো. লিটন (৩২)। শুক্রবার তাদের বন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মো. ফজলুল হক জানিয়েছেন, স্মার্ট পেট্রল টিমের প্রধান আব্দুল কারিমের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে দুটি অভয়ারণ্যে অভিযান পরিচালিত হয়। নোটাবেকিতে কাঁকড়া শিকারের সময় তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের দুটি নৌকা জব্দ করা হয়। পরে পুষ্পকাঠি অভয়ারণ্যের পাকড়াতলির খালে অভিযান চালানো হয়। জেলেরা বনে ঢুকে পড়ায় নৌকাগুলো জব্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
