বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল টিসিবির সয়াবিন চোরাই তেল উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মোমেনবাগ সালাউদ্দিন স্কুলের সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে ৬৭ ব্যারেল টিসিবির চোরাই সয়াবিন তেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস সেনাদল মঙ্গলবার ১৩ জানুয়ারি সকাল দশটার দিকে এই অভিযান পরিচালনা করেছেন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতিতে টের পেয়ে মালিক পালিয়ে যায়। এবং তার প্রতিনিধির মাধ্যমে ভুয়া কাগজপত্র প্রদর্শন করে। তবে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে এই ৬৭ ব্যারেল ভোজ্য তেল চোরাই ভাবে সংগ্রহ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।

স্থানীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ফয়েজ নামক ব্যক্তি। প্বরত্যক্ষদর্শীরা বলছেন, এগুলো সরকারিভাবে সাধারণ মানুষের নিকট স্বল্পমূল্যে বিতরণের জন্য টিসিবি কে সরবরাহকৃত তেল। চোরাই ভাবে মজুদকৃত এই ভোজ্য তেলের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। সাধারণ মানুষের জন্য সরবরাহকৃত সরকারি খোলা বাজারের তেল গোপনে মজুদ করার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।