শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২০৩০ সালে দুইবার রমজান মাস পাবেন মুসলিমরা

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ইসলামি ক্যালেন্ডারে নতুন মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ছবি: এএফপি

চন্দ্র ও সৌর ক্যালেন্ডারের বিরল সামাঞ্জস্যের কারণে ২০৩০ সালে দুইবার পবিত্র রমজান মাস পাবেন বিভিন্ন দেশের মুসলিমরা। অর্থ্যাৎ, ওই বছরের জানুয়ারিতে রমজান পালনের পর ডিসেম্বরে আবার রমজান মাস শুরু হবে।

জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামি পণ্ডিতদের মতে, এর কারণ হলো ইসলামি চন্দ্র ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মধ্যকার পার্থক্য। ইসলামি ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১১ দিন কম হওয়ায় প্রতিবছর রমজান মাস একটু একটু করে এগিয়ে আসে।

ইসলামি ক্যালেন্ডারের ১৪৫১ হিজরি অনুযায়ী, ২০৩০ সালে রমজান মাস শুরু হবে ৫ জানুয়ারি। সে হিসেবে ১৪৫২ হিজরির রমজান মাস শুরু হবে ২৬ ডিসেম্বর। অর্থ্যাৎ, ১৪৫২ হিজরির রমজান মাসের ৬ দিন ২০৩০ সালে পড়বে।

সারা বিশ্বে প্রচলিত গ্রেগরিয়ান বা খ্রিষ্টীয় বর্ষপঞ্জি তৈরি হয়েছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের ওপর ভিত্তি করে। অন্যদিকে ইসলামি ক্যালেন্ডার চাঁদের আবর্তন চক্রের ওপর নির্ভরশীল। একটি চন্দ্র বছর হয় ৩৫৪ দিনের। যা সৌর বছরের তুলনায় প্রায় ১১ দিন কম। এই পার্থক্যের কারণে সময়ের সঙ্গে সঙ্গে ইসলামি মাসগুলো চারটি ঋতুর মধ্য ঘুরে বেড়ায়।

এর আগে একই গ্রেগরিয়ান বর্ষে দুইবার রমজান মাস পড়েছিল ১৯৯৭ সালে। ২০৩০ সালের পর আবার এমনটা ঘটবে ২০৬৩ সালে।

চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। স্থানীয় জ্যোতির্বিদরা নিশ্চিত করেছেন, ১৮ জানুয়ারি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে। রজব মাসকে রমজানের প্রস্তুতির সময় হিসেবে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।