ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৫ আয়োজন উপলক্ষ্যে আজ বুধবার ২৬ নভেম্বর বিকেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী।
সভায় বইমেলা অনুষ্ঠানের স্থান নির্বাচন, কয়টি স্টল অংশগ্রহণ করবে, পুস্তক প্রকাশক ও বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জন্য আবাসনের ব্যবস্থা, মেলার প্রচারণা, মেলায় নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম, প্রভৃতি মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। ছাত্র-ছাত্রীদের মাঝে মেলার প্রচারণা এবং শিশুতোষ বইয়ের উল্লেখযোগ্য উপস্থিতি যেন মেলায় থাকে, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা প্রদান করা হয়। মেলাকে আরো আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন মেলাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সভাপতির বক্তব্যে বলেন, ময়মনসিংহবাসী বই অনুরাগী। গতবারের থেকে বইমেলা এ বছর যেন আরো ভালোভাবে আয়োজন করা যায়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিভাগীয় বইমেলার সার্বিক সাফল্য কামনা করেন।
৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা আগামী ১২-২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রস্তুতিমূলক সভায় ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও ছাত্রপ্রতিনিধি, শিক্ষক, প্রকাশকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
