আরাকান আর্মির হাতে আটককৃত জেলেরা। ছবি: সমতল মাতৃভূমি
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগর থেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। এতে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা বন্দী থাকায় জেলেদের ঘরে চলছে আর্তনাদ ও আহাজারি। আটককৃত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
আটককৃতরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়ার বাসিন্দা মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো. ইব্রাহীম (২১)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জেলে আহমদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি টেকনাফের ৯ জেলেকে ধরে নিয়ে যায়। যার কারণে তাদের পরিবারে মানুষগুলোকে ফিরে পেতে আর্তনাদ ও আহাজারিতে দিন কাটছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে জেলেদের ধাওয়া দেয় এবং তাদের মধ্যে দুই বোটসহ ৯ জনকে আটক করে। আটককৃতর জেলেরা শাহপরীর দ্বীপের ডাঙরপাড়া এলাকার বাসিন্দা। তবে সাগরে মাছ ধরার সময় অনেক ক্ষেত্রে কোনটি মিয়ানমারের জলসীমা আর কোনটি বাংলাদেশের জলসীমা- তা না জেনে জেলেরা অনেক সময় মিয়ানমারের জলসীমায় চলে যাওয়ায় তারা আটক হয় বলে মন্তব্য করেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সাগর থেকে ৯ জন জেলেকে আরাকান আর্মি নিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ঘটনাটি যথাযথভাবে তদারকি করা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
