বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে মোস্তাফিজকে বয়কটের ডাক প্রসঙ্গে যা বলছে ভারত

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ১, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ সালের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রূপিতে। টুর্নামেন্টটি আগামী মার্চে মাঠে গড়ানোর কথা থাকলেও মুস্তাফিজের খেলা নিয়ে কিছু শঙ্কা তৈরি হয়েছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক কিছুটা টানাপোড়েনপূর্ণ হওয়ায়, মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের ধর্মীয় নেতারা মুস্তাফিজকে খেলালে মাঠে হিংসার হুমকি দিয়েছেন। তারা সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করার ডাকও দিয়েছেন।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ নিউজ ১৮-কে বলেছেন, ‘বাংলাদেশি খেলোয়াড় থাকলে তপস্বী যোদ্ধারা মাঠে ঢুকে ভাঙচুর করতে পারে।

তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে যে কূটনৈতিক উত্তেজনা আইপিএলে প্রভাব ফেলবে না। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, ‘আমরা বিষয়টি সংবেদনশীল হিসেবে বুঝি, সরকার সঙ্গে সব সময় যোগাযোগ রাখি, কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশনা এখনো আসে নি। বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএলে খেলবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।