বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আকিজ পেপার মিলের সামনে পার্কিং করা ট্রাকে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

আকিজ পেপার মিলের মালামালবাহী এই ট্রাকটি কারখানার সামনে পার্ক করা ছিল। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজসংলগ্ন আকিজ পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকিজ পেপার মিলের মালামালবাহী একটি ট্রাক কারখানার সামনে পার্ক করা ছিল। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গজারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে একই কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। সকাল ছয়টার দিকে সেখানে একটি ট্রাকেও আগুন দেওয়া হয়। ফলে পদ্মা সেতু দিয়ে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে সকাল সাড়ে আটটার দিকে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়।

এ ছাড়া মুন্সীগঞ্জের মুক্তারপুর–ঢাকা সড়কের মুক্তারপুর সেতুতেও পুলিশের কড়া নিরাপত্তা অবস্থান দেখা গেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।