বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালী করেছে চিকিৎসকরা। মঙ্গলবার উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে এই র‌্যালী হয়। এর আগে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন (বিএসএম) এবং এমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস এর তত্ত্বাবধানে হাসপাতালে একটি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও আইচি হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মোয়াজ্জেম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন, অধ্যক্ষ প্রফেসর ডা. জাফরুল্লাহ চৌধুরী ও হাসপাতাল পরিচালক ডা: আব্দুল্লাহ আল জুবায়েরসহ মেডিসিন ও অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক ও সমাপনী বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবদুল্লাহ আল ফারুক। তিনি স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা, করোনাসহ অন্যান্য বিপর্যয়ে সেবা প্রদানে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের ভূমিকা তুলে ধরেন। সভার পর ক্যাম্পাসে র‌্যালি বের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।