মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল বাংলাদেশ: মোহাম্মদ বাসেদের ‘সিলভার স্টার’ জয় 

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

থাইল্যান্ডে আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতায় বাংলাদেশের জাদুকর মোহাম্মদ বাসেদ এর উজ্জ্বল সাফল্য সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী আন্তর্জাতিক জাদু প্রতিযোগিতা “JAS Wonder Magic Competition 2025”, যা বিশ্বজুড়ে সুপরিচিত “Thailand International Magic Extravaganza” নামে। আয়োজক প্রতিষ্ঠান Mamda Thailand। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান জাদুশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন জাদুশিল্পী মোহাম্মদ বাসেদ।

তিনি Stage International Magic Competition 2025 বিভাগে প্রতিযোগিতা করেন। আন্তর্জাতিক এই আয়োজনের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে তিনি অর্জন করেন Silver Star Award— যা তার জাদুশিল্পীজীবনের আরও একটি গৌরবময় সাফল্য।

নিখুঁত কৌশল, অভিনব পরিবেশনা এবং দৃষ্টিনন্দন স্টেজ প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি বিচারক ও দর্শকদের প্রশংসা কুড়ান। তিনি বিচারকদের মুগ্ধ করে অর্জন করেন মর্যাদাপূর্ণ Silver Star Award। পুরস্কার অর্জনের অনুভূতি ব্যক্ত করে মোহাম্মদ বাসেদ বলেন— “একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে পারা আমার জন্য ভীষণ গর্বের। ভবিষ্যতে দেশের নাম আরও উঁচুতে তুলে ধরার জন্য নিরলসভাবে কাজ করে যেতে চাই।” থাইল্যান্ডের এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ জাদু উৎসব হিসেবে পরিচিত। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে Silver Star Award অর্জন করায় দেশের জাদুশিল্প অঙ্গনে যুক্ত হলো নতুন এক সাফল্যের পালক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।