বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আসামি ছেড়ে দিতে অস্বীকার করলে ওসির হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি বিএনপি নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

নেতার ফোনে আসামি ছেড়ে না দেওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ কে হুমকি দিয়েছে বিএনপি নেতা। বিএনপি সমর্থক কর্মীদের ছেড়ে না দেওয়ায় থানার ওসি ও অন্যান্য পুলিশ সদস্যদের হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে যুবদল ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১২ নভেম্বর) বিকালে এ ঘটনায় রাণীশংকৈল থানা পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।

পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে চারজন আওয়ামী লীগ কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার গ্রেফতার ধর্মগড় এলাকার প্রান্তিক কৃষক খলিলুর রহমানের মেয়ের বিয়ে। গ্রেফতার হওয়ায় খলিলুর রহমান মেয়ের বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। এলাকাবাসীর পক্ষ থেকে মানবিক কারণে বিয়ের পর তাকে গ্রেফতারের অনুরোধ জানানো হলেও পুলিশ আবেদন রক্ষা করেনি।

গ্রেফতারদের মধ্যে বাচোর ইউনিয়নের হামিদুর রহমান ও তার ছেলে সারোয়ার নুর লিওনও ছিলেন। তারা ইউনিয়ন বিএনপি সভাপতির এলাকায় হওয়ায়, গ্রেফতারের সময় থেকেই উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম পুলিশের উপর চাপ সৃষ্টি করেন।

গ্রেফতারের খবর পেয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠু এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল নেতাকর্মী ও আসামিদের আত্মীয়-স্বজন রাণীশংকৈল থানায় ভিড় করেন। এই ভিড়ের জেরে থানা চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল ইসলাম অভিযোগ করেন, নেতাকর্মীরা তাদেরকে ‘হাড়গোড় ভেঙে দেওয়ার মতো ভয়ঙ্কর হুমকি’ ও ‘থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি’ দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এই উগ্র কার্যকলাপের পরিপ্রেক্ষিতেই পুলিশ তাদের বিরুদ্ধে জিডি দায়ের করেছে।

অন্যদিকে, পীরগঞ্জ উপজেলা যুবদল সভাপতি নাজমুল হুদা মিঠু পুলিশের অভিযোগকে ‘ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক অপপ্রচার’ বলে দাবি করেছেন। তিনি জানান, তিনি দেশের প্রচলিত আইনকে শ্রদ্ধা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা দিয়ে আসছেন।

বাচোর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদুল ইসলামও পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ এনে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, হামিদুর ও তার ছেলে লিওন আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন এবং গ্রেফতারের কারণ জানতে গেলেই পুলিশ তাদের উপর চড়াও হয়।

সাংগঠনিক ব্যবস্থা

এই ঘটনার জেরে পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. নাজমুল হুদা মিঠুকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ‘রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা বাহিনীর কর্তব্য কাজে বাধা প্রদানের মাধ্যমে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম’ পরিচালনার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তাকে আগামী ৩ দিনের মধ্যে লিখিতভাবে এই অভিযোগের ব্যাখ্যা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।