বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডলের উপর হামলা ও ছুরি দিয়ে আঘাত করেছে একদল মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছেন এলাকাবাসী। এ মানববন্ধনে স্থানীয় জনগণ ছাড়াও ব্যবসায়ী, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

গত শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের রায়গঞ্জ বাজারে মানববন্ধনে সকল ইউপি সদস্যদের সঙ্গে সুশীল সমাজের লোকজন ও ইউনিয়নের অরাজনৈতিক সহস্রাধিক মানুষসহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানরা অংশ নিয়েছেন।

এ সময় কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সদস্য, ব্যবসায়ী এবং ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান, দীপ মণ্ডল উক্ত সমাবেশে বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বাজার এলাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদক ও অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে রায়গঞ্জের চিহ্নিত একটি গ্রুপ চেয়ারম্যানের উপর হামলা চালায় এবং ছুরি দিয়ে আঘাত করে আহত করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বক্তারা।

এ সময় রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরও দাবি করেন, প্রথমে তাঁর ছোট ভাইকে মারপিট করে আহত করা হয়। ছোট ভাইকে উদ্ধার করতে গেলে রনি, খাইরুল, আরিফসহ কয়েকজন মিলে তাঁর উপর হামলা করে ও ছুরিকাঘাতের চেষ্টা করে। এছাড়াও রনি পেছন দিক দিয়ে রড দিয়ে আঘাত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের রনি, ও তাঁর বাবা মজিবর রহমানসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা গণমাধ্যম কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী রনি ও খাইরুলকে আটক করে পুলিশে দেয়। পরে রনির মাথায় ও তাঁর বাবা মজিবর রহমানের পায়ে আঘাতের চিহ্ন থাকায় তাঁদেরকে আহতাবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁরা এখন রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় রনির পক্ষ থেকে একটি পক্ষ অভিযোগ দায়ের করেছে। চেয়ারম্যানের পক্ষে যদি অভিযোগ দায়ের করেন তাহলে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।