বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইভ্যালির রাসেল ও শামীমা আবারও গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে তিন শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সমকালকে বলেন, সোমবার মধ্যরাতে ধানমন্ডি থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, রাসেলের বিরুদ্ধে মোট ২৬০টি পরোয়ানা আছে। এর মধ্যে ৮০টি সাজা পরোয়ানা। আর শামীমার বিরুদ্ধে ১২৮টি পরোয়ানা আছে, যার ৩০টি সাজা পরোয়ানা। তারা সাজা এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ওই বছর ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।