বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা, কাশি দিয়েই ধরা খেল ডিভাইস চক্রের তিনজন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘উপ-খাদ্য পরিদর্শক’ নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে এক পরীক্ষার্থী ও দুই সহযোগী আটক হয়েছে। শনিবার এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।আটককৃতরা হলো- চাকরীপ্রার্থী কৃষ্ণকান্ত রায়, দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের আশুতোষ রায়ের ছেলে। তিনি গতবছর দিনাজপুর সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক করেছেন। ডিভাইস চক্রের সদস্য মো. মামুন (৩৫), চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি এলাকার মতিউর রহমানের ছেলে। হরসুন্দর রায় ওরফে সবুজ (৩৮), চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতাড়া চড়কডাঙ্গা বাজার এলাকার করুণা কান্ত রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর শহরের কেরী মেমোরিয়াল হাই স্কুলের ১০১ নম্বর কক্ষে পরীক্ষার সময় কৃষ্ণকান্ত রায়ের কানের ভিতরে ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইস ছিল। ডিভাইসের মাধ্যমে কেউ বাইরে থেকে সংকেত দিচ্ছিল; পরীক্ষার্থী কাশির মাধ্যমে সেই সংকেত পাঠাচ্ছিল। বারবার কাশি দেওয়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন সন্দেহ করেন।

পরবর্তীতে কৃষ্ণকান্ত রায়ের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ফকিরপাড়া এলাকার ‘স্বপ্নচুড়া ছাত্রাবাস’ তল্লাশি চালিয়ে মো. মামুন ও সবুজকে আটক করে। ছাত্রাবাস থেকে আরও পাঁচটি ডিভাইস, মোবাইল, সিম, ব্যাংক কার্ড, এডমিট কার্ডের ফটোকপি এবং ১৬টি খালি চুক্তিনামার স্ট্যাম্প জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার খবর পাওয়ার পর আমরা অবিলম্বে অভিযান চালাই। এটি অর্গানাইজড ক্রাইমের অংশ বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পুরো চক্রকে ধরতে আমরা তদন্ত চালাচ্ছি।

এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান বলেন, আমরা একজন পরীক্ষার্থীকে হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। ধারণা করা হচ্ছে এটি একটি বৃহৎ চক্র। পুলিশ সহযোগিতায় পুরো চক্রকে ধরতে অভিযান অব্যাহত আছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।