বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ 

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরঃ দিনাজপুরে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ডিভাইসসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) শহরের ফকিরপাড়া এলাকার স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়। এর আগে পরীক্ষার হলে গ্রেফতার হয়েছিলেন একজন।

অভিযানে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, নকল স্ট্যাম্প এবং পাঁচটি ডিভাইস জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার মারুফাত হুসাইন রোববার (২৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ একটি মামলা করেছে বলেও জানান তিনি।

পুলিশ সুপার জানান, আমাদের কাছে তথ্য ছিল উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিবে। এই তথ্যের ভিত্তিতে আমরা কৃষ্ণপদ রায় কে ডিভাইসসহ পরীক্ষাকেন্দ্রে গ্রেফতার করি। তার দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরো ২ জনকে ডিভাইস, মোবাইলসহ গ্রেফতার করা হয়। এই চক্রটির পিছনে কারা আছে এ নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

গ্রেফতাররা হলেন জেলার বিরল উপজেলার ছাঙ্গুল পূর্ব রামচন্দ্রপুর এলাকার আতুতোষ রায়ের ছেলে কৃষ্ণপদ রায় এবং আরও দুই জন— সবুজ ও মামুন। পুলিশের তথ্য অনুযায়ী, সবুজ ও মামুন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের ধারণা, গ্রেফতাররা একটি সংগঠিত চক্রের অংশ, যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।