মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
দেশে এখন পর্যন্ত কত ভোটার স্থানান্তর হয়েছে সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছে বিএনপি।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি বিশেষ দলের প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করেছেন, সে বিষয়ে আলোচনা হয়েছে। একটি বিশেষ দলের ভোটাররা এলাকা পরিবর্তন করে ঢাকা মহানগরে এসেছেন। আমরা ইসির সেসব ভোটার স্থানান্তরের তথ্য চেয়েছি।
বিস্তারিত আসছে…
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
