বৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনসিপি নেতার কাছ থেকে ছিনতাইকালে ‘কুত্তা রনি’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

এনসিপি নেতা তামিম আজহারের কাছ থেকে ছিনতাইচেষ্টার সময় আটক ‘কুত্তা রনি’। ছবি: সমতল মাতৃভূমি

সাম্প্রতিক সাভারে আবারও আলোচনায় কুখ্যাত ছিনতাইকারী চক্রের প্রধান রনি মিয়া ওরফে ‘কুত্তা রনি’। বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় এনসিপি নেতা তামিম আজহারের কাছ থেকে ছিনতাইচেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার এক সহযোগী রাব্বিকে এলাকাবাসীর সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রনি মিয়া (৪৮) সাভারের ডগরমোড়া এলাকার মৃত আব্দুল গনি মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, ছিনতাই ও মাদকসহ নানা অপরাধের রেকর্ড রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ‘কুত্তা রনি চক্র’ নামে পরিচিত অন্তত ৩০ জন সক্রিয় সদস্যের একটি বড় ছিনতাইবাহিনী পরিচালনা করছিলেন।

আর তার সহযোগী রাব্বি (৩০) গোপালগঞ্জ জেলার সদর থানার চন্দ্র দিঘলিয়া গ্রামের আলী মোহনের ছেলে।

ভুক্তভোগী তামিম আজহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা শাখার মুখ্য সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলা সমন্বয় কমিটির সদস্য।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বৃহস্পতিবার সকালে জানান, ঘটনাস্থল থেকে রনি মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি চাইনিজ সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মাত্র এক মাস আগে একটি হত্যা মামলায় জামিন পেয়ে বের হয়েছিল রনি। জামিনে বেরিয়ে ফের ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে সে। গত রাতে স্থানীয় একটি দোকানের সামনে তামিম আজহারের পথরোধ করে রনি ও তার সহযোগীরা সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেয় এবং পুলিশকে খবর দেয়। পরে ধাওয়া করে রনি ও রাব্বিকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।

পুলিশ সূত্রে জানা যায় , রনিকে আজ আদালতে চালান করা হবে। তার নেতৃত্বাধীন ‘কুত্তা রনি চক্র’-এর অন্যান্য সদস্যদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত আছে। রনির সহযোগী মো. রাব্বি ওরফে পিনিক এর কাছ থেকে একটি অত্যাধুনিক চাকু উদ্ধার করা হয়েছে। তাদেরও আদালতে চালান করা হবে।

পুলিশের নিরলসভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়ে সাভারের মানুষ উচ্ছ্বসিত হয়েছে। তারা দীর্ঘদিনের আতঙ্ক ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম রোধে এই সন্ত্রাসী রনি চক্র এবার পুরোপুরি আইনের আওতায় আসবে এবং রনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এ প্রত্যাশা রাখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।