স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) এর নতুন প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী জাবেদ করিম। সম্প্রতি সরকার জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও বাস্তবায়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘ প্রশাসনিক কারিগরি অভিজ্ঞতার আলোকে এলজিইডি অধিদপ্তরে স্বচ্ছতার নতুন আবহ বিরাজ করছে । ইতোপূর্বে এ সংস্থাটির গ্রামীণ ও সড়ক ও সেতু অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সাম্প্রতিক এই ধারাবাহিকতায় প্রধান প্রকৌশলী জাবেদ করিম এর নেতৃত্বে গতি ফিরবে উন্নয়নের অগ্রযাত্রায়। বিগত দিনের অনিয়মের গ্লানি দূর করে আলোচনায় থাকা এলজিইডি অধিদপ্তরে শুরু হবে স্বচ্ছতা ও শৃঙ্খলার নতুন অধ্যায়।
সম্প্রতি অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিম প্রধান প্রকৌশলী হবার পর প্রতিষ্ঠানটির ভেতরে প্রশাসনিক শুদ্ধি অভিযান, ও অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রমে গতি বাড়বে। এই রূপান্তরের পেছনে নেতৃত্ব দিবেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিম।
এলজিইডি সূত্র জানায়, গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বভার গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে একাধিক সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করবেন । প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় নিয়ন্ত্রণ, টেন্ডার প্রক্রিয়ায় আধুনিক মনিটরিং ব্যবস্থা, এবং কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়ন—সব ক্ষেত্রেই তিনি সুনির্দিষ্ট নীতি অনুসরণ করবেন।
তিনি বিশ্বাস করেন, সরকারি উন্নয়ন কাজের প্রতিটি টাকাই জনগণের সম্পদ, তাই এর অপচয় বা অনিয়মের কোনো সুযোগ নেই। তাঁর উদ্যোগে অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে ই-টেন্ডারিং ব্যবস্থার প্রয়োগ আরও কঠোর করা হবে এবং ফিল্ড পর্যায়ের তদারকি বাড়ানো হবে ।
প্রকৌশলী মহলে জাবেদ করিম পরিচিত একজন নীতিবান, কর্মঠ ও দূরদর্শী, প্রজ্ঞাবান, কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছে। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি শুধু শৃঙ্খলা ফিরিয়ে আনবেন না, বরং অধিদপ্তরকে একটি আধুনিক, জনমুখী ও ফলপ্রসূ প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করবেন ।
অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, “তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই অফিসের পরিবেশে পরিবর্তন আসবে প্রকল্পে স্বচ্ছতা বাড়বে, সিদ্ধান্ত গ্রহণে দ্রুততা আসবে।”
জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রকল্পে সঠিক পরিকল্পনা ও দক্ষ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে—এমন বিশ্বাসে জাবেদ করিম এখন এলজিইডি অধিদপ্তরের নেতৃত্বে এক নতুন মানদণ্ড ও সাবলীল দৃষ্টান্ত স্থাপন করবেন। এমন আশায় এলজিইডি জুড়ে স্বস্তির আমেজ।
