সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে একদল নারী

কুষ্টিয়া প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে একদল নারী। আজ রোববার সকালে কুষ্টিয়া শহরে বের করা মিছিলে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে স্লোগান দেওয়া হয়।

বেলা সাড়ে ১১টার দিকে শহরতলির বটতৈল মোড় থেকে শুরু হওয়া মিছিলটি চৌড়হাঁস বিমান চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, একজন মৃত মানুষকে নিয়ে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না।

গত শুক্রবার আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজার ২০২৩ সালে দেওয়া একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনার ব্যাখ্যা দিয়ে আমির হামজা ফেসবুকের ভেরিফায়েড পাতায় একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে এ বক্তব্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

আমির হামজার ভাষ্য, এটি তাঁর ভুল ছিল। এ কারণে আগেই তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। কোকোকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য তিনি ফের দুঃখ প্রকাশ করেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার কুষ্টিয়া শহরে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধনও করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।