শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কেটে ফেলো শয়তানি ঘাড়: কবি তাছলিমা আক্তার মুক্তা

মকবুল হোসেন
নভেম্বর ২৮, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কেটে ফেলো শয়তানি ঘাড় : কবি তাছলিমা আক্তার মুক্তা

ইসলামকে নিয়ে কটুকথা

বলবে যখন যাঁরা ,

একটা মুসলিম বেঁচে থাকতে

ছাড় পাবে না তারা ।

ইসলামের মিথ্যা গুজব ছড়িয়ে

কেউ কখনো পায়নি ছাড় ,

আল্লাহ নবি’র মিথ্যাচারিতার

কেটে ফেলো শয়তানি ঘাড় ।

দ্বীন ইসলামের ক্ষতি চাইলে

কেউ পাবেনা ক্ষমা ,

হও তুমি মন্ত্রী মিনিস্টার

বিচার তোমার জমা ।

দ্বীন দরিয়ার মালিক তিনি

তিনি সকলের রক্ষক ,

নিজের ধ্বংস নিজে ডেকে

হচ্ছো আজকে বক্ষক ।

ধ্বংস তোমার সুনিশ্চিত

করেছো তুমি যেই পাপ ,

নাক ক্ষতিয়ে চাইলে ক্ষমা

তবে পাবে তুমি মাফ ।

আল্লাহর কাছে তৌবা কর

তিনি মহান ক্ষমাশীল ,

নয়তো তুমি আল্লাহ তায়া’লার

কথা কাজের পাবে মিল ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।