বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নায়েক রুবেল। এ সময় খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভারভ্যানটি পুলিশ জব্দ করতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক চালককে আটক করার জন্য অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।