বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা গণপূর্ত বিভাগ-১: নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলামকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগের পাহাড়

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

গণপূর্ত বিভাগ-১ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও উন্নয়ন কাজের দায়িত্বে থাকলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দপ্তর। স্থানীয় ঠিকাদার, দপ্তরের কর্মকর্তা ও সচেতন নাগরিকদের দাবির বরাতে, এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন বর্তমান নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম।

প্রধান অভিযোগের একটি হলো সরকারি সম্পদ বিক্রির নিলাম প্রক্রিয়ায় অনিয়ম। স্থানীয়রা দাবি করেন, সিএন্ডবি কলোনি ও জোড়া গেট এলাকার সরকারি ভবন বিক্রির সময় পিপিআর-২০০৮-এর নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। কিছু নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দিতে দরপত্র প্রক্রিয়ায় প্রভাব খাটানো হয়েছে, যার ফলে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

অভিযোগ রয়েছে যে, স্বজনপ্রীতির কারণে কিছু ঠিকাদারের নামে লাইসেন্স করানো হয়েছে এবং ‘হিডেন টেন্ডার’ ব্যবস্থার মাধ্যমে একটি সিন্ডিকেটকে প্রকল্পে সুবিধা দেয়া হচ্ছে। অন্য ঠিকাদাররা নিয়মিতভাবে কাজ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ ওঠেছে।

দপ্তরের ভেতরের ঘুষ-সংক্রান্ত অভিযোগও কম নয়। প্রকল্প অনুমোদন, দরপত্র ছাড়, টিইসি রিপোর্ট তৈরি বা বিল পরিশোধ—প্রায় সব ক্ষেত্রে অনানুষ্ঠানিক অর্থ দিতে হয়। অনর্থকভাবে ফাইল আটকে রাখা ও মানসিক চাপ সৃষ্টি করার অভিযোগও উঠেছে।

গোপালগঞ্জে পূর্বের কর্মস্থলের সময়ও অনিয়মের অভিযোগ উঠেছিল, তবে রাজনৈতিক ও প্রশাসনিক সখ্যতার প্রভাবের কারণে তা যথাযথভাবে তদন্ত হয়নি বলে মনে করা হয়।

ক্ষমতার পরিবর্তনের পরও তার প্রভাব কমেনি, বরং নতুন রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে নিজেকে যুক্ত করে প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে।

সরকারের জিরো টলারেন্স নীতির সঙ্গে মিলিয়ে দেখলে, খুলনা গণপূর্ত বিভাগ-১-এর এই অভিযোগগুলোতে কোনো কার্যকর প্রশাসনিক পদক্ষেপ দেখা না যাওয়ায় সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত ছাড়া সত্য উদঘাটন হবে না। এখন দেখার বিষয়, এসব অভিযোগ আদৌ তদন্তের আওতায় আসবে কিনা, নাকি আগের মতোই প্রভাবের আড়ালে চাপা পড়বে।

এসব অনিয়মের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেয়ে নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও কোনো রেসপন্স করছেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ