শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খেলায় অতিথি না করায় পিস্তল উঁচিয়ে হুমকি বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

বগুড়া জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শাজাহানপুরে খেলায় অতিথি না করায় ফেরদৌস করিম সনি নামের বহিষ্কৃত এক স্বেচ্ছাসেবক দল নেতা পিস্তল উঁচিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় তাৎক্ষণিক তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

সনি শাজাহানপুরের বেজোড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। মাদক ব্যবসার অভিযোগে দুই বছর আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১১টার দিকে শাজাহানপুর উপজেলার দক্ষিণপাড়া বেজোড়া এলাকায় একটি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন চলছিল। তাতে সনিকে অতিথি না করায় আয়োজকদের ওপর ক্ষিপ্ত হন তিনি। এক পর্যায়ে কোমড় থেকে পিস্তল বের করে রুবেল হোসেন নামে একজনকে গুলি করার হুমকি দেন। এ সময় স্থানীয়রা সনিকে আটক করে কাছে থাকা পিস্তলটি কেড়ে নেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পিস্তলটি উদ্ধার এবং সনিকে আটক করে নিয়ে যায়।

আয়োজক কমিটির সদস্য রুবেল হোসেন জানান, ‘সনি খেলায় দাওয়াত না পাওয়ায় রাত ১১টার দিকে এসে মোটরসাইকেল সাউন্ড বক্সের ওপর তুলে দেন। উপস্থিত লোকজন বাধা দিলে তিনি বাড়িতে গিয়ে পিস্তল এনে কোমড় থেকে পিস্তল বের করে আমাকে গুলি করার হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে পিস্তলসহ আটক করে পিটুনি দেয়। এ ঘটনায় মামলা দেওয়া হয়নি।’

শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, উদ্ধার করা পিস্তলটি খেলনা হওয়ায় এ ঘটনায় জিডি করা হয়েছে। কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।