বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে পৌর শহরে দোকানদারের অনুপস্থিতিতে দিন-দুপুরে অভিনভ পন্থায় টাকা চুরির অভিযোগ 

মকবুল হোসেন
জানুয়ারি ১১, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে জামতলী মোড় সংলগ্ন স্টেশন রোডে মনোহারি দোকানদারের অনুপস্থিতিতে দোকান থেকে দিন-দুপুরে টাকা ও সিগারেটসহ ব্যাগ চুরি হয়।

আজ ১১ই জানুয়ারি রবিবার বেলা ১২টার দিকে পৌরশহরের ব্যস্ততম সড়কে স্টেশন রোডে রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার সংলগ্ন শংকর মনোহারি দোকানে এই ঘটনাটি ঘটেছে।

মনোহারি দোকানের মালিক শংকর জানান, আজ বেলা ১২টার দিকে ব্যাগে রাখা ২০হাজার টাকা ও ৩০হাজার টাকার মূল্যের সিগারেটসহ ব্যাগটি দোকানে রেখে পাশের রাজলক্ষী মিষ্টান্ন ভাণ্ডারে পানি আনতে গেলে, আমার অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতনামা এক চোর দোকান থেকে ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।পরবর্তীতে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই। দিন দুপুরে এই ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। অচিরেই চোর খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে ধারণা ভুক্তভোগী দোকানির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।