বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে ২য়শ্রেণীর শিশুছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা 

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসী স্ত্রী’র সঙ্গে পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় আট বছরের শিশু দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে কে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে নিজ এলাকার সেলিম মোল্লা নামে ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ঔ শিশুর মা বাদী হয়ে ২৪নভেম্বর সোমবার রাতে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার বিবরনে জানাযায়, উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের উত্তর নওপাড়া গ্রামের প্রবাসী নাজিম উদ্দিনের স্ত্রীর সঙ্গে পার্শ্ববর্তী লক্ষণপুর গ্রামের সেলিম মোল্লা পরকীয়া সম্পর্ক দীর্ঘদিন যাবৎ চলে আসছিল। প্রবাসীর স্ত্রী মোর্তুজা এবং সেলিম মোল্লা শারীরিক সম্পর্কের ঘটনাটি প্রতিবেশী মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে দেখে ফেলায় ও ঘটনা জানাজানির কারণে সেলিম মোল্লা প্রেমিকা মোর্তুজার সহযোগিতায় গত সোমবার (২৩ নভেম্বর)সন্ধ্যায় ঔ শিশু শিক্ষার্থীকে পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট সেলিম মোল্লা দৌঁড়ে পালিয়ে যায়। নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

গফরগাঁও থানার ওসি মো:বাচ্ছু মিয়া জানান,এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনকে আাসমী করে থানায় মামলা হয়েছে।আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।