মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গবেষণাভিত্তিক ও নৈতিক শিশু শিক্ষার পরিবেশ গঠনে বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট (বেরি’র) যাত্রা শুরু।

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

গবেষণাভিত্তিক শিশু শিক্ষা এবং অন্তর্ভুক্তি, নৈতিক শিক্ষা ও শিক্ষণ উদ্ভাবন, ও আর্থিক অসুবিধায় থাকা শিক্ষকবৃন্দকে গবেষণায় সম্পৃক্তকরন সহ বাংলাদেশে প্রারম্ভিক শিক্ষা পদ্ধতি সময়োপযোগী ও বাস্তবমুখী করার লক্ষ্যে বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট (BEERI) নামে একটি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাজধানী তেজগাঁওয়ের লাভ রোডস্থ দৈনিক যায়যায়দিন পত্রিকার মিডিয়াপ্লেক্সে গিভিং টুইজডে বাংলাদেশ এর সহযোগিতায় সারাদিন ব্যাপি সেমিনারে আয়োজনে আত্মপ্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করেছে সংগঠনটি।

সাানাহ র সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটি সদস্য শামীমা আক্তার, সাইফুর রহমান খোকন, রফিকুল ইসলাম বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট (বেরি’র) কেন্দ্রীয় আহ্বায়ক শাকিল আজাদ মনন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম সহ আরো অনেকেই।

এছাড়াও সেমিনার অনুষ্ঠানে

প্রাক-প্রাথমিক, প্রাথমিক বা মাধ্যমিক স্তরের কর্মরত শিক্ষক-শিক্ষিকাগন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়ন গবেষণায় আগ্রহী ব্যক্তিবর্গ। পাঠ্যক্রম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কাজ করা পেশাজীবী এবং

BEERI সদস্য হতে ইচ্ছুক বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংস্থার ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন

অনুষ্ঠানের শুরুতে জার্মানি থেকে অনলাইনের মাধ্যমে সংগঠনটির উপদেষ্টা বাংলাদেশী বংশোদ্ভূত শিশু শিক্ষা বিষয়ক গবেষক, প্রাবন্ধিক, সাহিত্যিক, কবি, শিশু শ্রেণীর পাঠ্যপুস্তক রচয়িতা ও প্রকাশক এবং আইটি বিশেষজ্ঞ কামরুজ্জামান গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। তিনি বলেন , আমি ৩০ বছর যাবৎ বাংলাদেশের শিশু শিক্ষা নিয়ে কাজ করছি। শিশুদের জন্য তেমন কোনো মানসম্মত বই না থাকায় আমি নিজেই বই ছাপিয়েছি। এছাড়াও শিশুদের বিকাশ হওয়ার জন পুষ্টিকর খাদ্য ও পরিবেশ নিশ্চিত করাও হবে এ সংগঠনের কাজ। পাশাপাশি আমাদের শহরে বা আশেপাশের পরিবেশ বসবাস যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা ধীরে ধীরে সকল বিষয় নিয়ে সমাজে কাজ করব এর জন্য আগে আমাদের এসব বিষয় জানতে হবে।

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও গবেষণাভিত্তিক প্রারম্ভিক শিক্ষা উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচনের জন্য একটি জাতীয় শিক্ষা গবেষণা টিম গঠনের উদ্যোগ নিতে বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট (BEERI) এর প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দ্যেশ্যগুলো তুলে ধরেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাকিল আজাদ মনন।

বর্তমানে প্রতিষ্ঠানটি অর্গানাইজেশন ফর ডিজেবলড ইমপ্রুভমেন্ট অ্যান্ড রাইটস (ODIR)-এর সহপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

এছাড়াও দেশের সর্বস্তরে প্রাক-প্রাথমিক, প্রাথমিক বা মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি

বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট (BEERI) এ অংশগ্রহণকারীরা

BEERI-এর জাতীয় গবেষণা নেটওয়ার্কে যুক্ত হওয়া, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বিদেশ ভ্রমণ, জাতীয় শিক্ষা সংস্কারে সরাসরি অবদান রাখা, আর্থিক সংকটে থাকা গবেষণা কাজে সম্পৃক্ত শিক্ষকবৃন্দদের সহায়তা, সামাজিক উদ্যোগে আয় বর্ধক কর্মসূচীতে সম্পৃক্ত হওয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ী ও পেশাগতভাবে শিক্ষকতা করার সূযোগ সুবিধা পাবেন বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।