নিজস্ব প্রতিবেদক : গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুর অফিসের মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, তিনি ড্রাইভিং বোর্ড পরীক্ষায় ফেল করা প্রার্থীদের কাছ থেকে প্রতি জনে ৫ হাজার টাকা ঘুষ নিয়ে পাস করিয়ে দেন। একইভাবে যানবাহনের ফিটনেস নবায়নের জন্য ২ থেকে ৩ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেন। স্থানীয় দালাল সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন অন্তত ২০টিরও বেশি গাড়ির ফিটনেস সনদ প্রদান করা হয় বলে জানা গেছে।
যানবাহনের সব কাগজপত্র ও অবস্থা সঠিক থাকলেও অনেক সময় গ্রাহকদের অযথা হয়রানি করা হয়। এতে তারা বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে কাজ সম্পন্ন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী গণমাধ্যম কে জানান,
“আমি টাকা দেইনি এজন্য আমাকে ইচ্ছাকৃতভাবে ফেল করে দিয়েছে নাসিরুল। বিচার দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
গাড়িচালক ও মালিকদের অভিযোগ, বিআরটিএর এ ধরনের দুর্নীতি ও দালাল চক্রের কারণে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অসাধু কর্মকর্তা ও দালাল চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এমন অনিয়মের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে অন্যদিকে বিপুল রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, গাজীপুর অঞ্চলে বিআরটিএ অফিসের দুর্নীতি এখন ‘ওপেন সিক্রেট’, অথচ দেখার যেন কেউ নেই।