মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গায়ের রঙ কালো হোক বা সাদা, চরিত্রটাই বড়

ইসলাম ও ধর্ম ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মানুষের সৌন্দর্য গায়ের রঙে নয়—অন্তরের আলোয়। মানুষ কালো, সাদা কিংবা শ্যামলা যে রঙেরই হোক— সবই আল্লাহর সৃষ্টি; আর আল্লাহর সৃষ্টিকে তুচ্ছ করার অর্থ হলো সৃষ্টিকর্তাকেই অসম্মান করা। গায়ের রঙ, জাতি, ভাষা—এসব মানুষের পরিচয় নয়; বরং এগুলো মানুষের মধ্যকার বৈচিত্র্য, যা আল্লাহ সৃষ্টি করেছেন পরিচয়ের জন্য, শ্রেষ্ঠত্বের জন্য নয়। ইসলাম মানুষকে শেখায়— মর্যাদার মাপকাঠি রঙ বা জাত নয়, বরং তাকওয়া ও চরিত্র। মানুষ রঙ-বর্ণে দেখতে কেমন— তা নয়; বরং সে কেমন নৈতিক, দয়ালু, পরহেজগার এবং সৎ— এটাই তার প্রকৃত সৌন্দর্য।

কুরআনের আলোকে মানুষের সম্মান ও সমতা

১. মানুষকে রঙ ও জাতিগত ভেদাভেদে বিভক্ত করা নিষেধ। কালো বা সাদা নয়, মর্যাদার একমাত্র মানদণ্ড হলো চরিত্র ও তাকওয়া। আল্লাহ তাআলা বলেন—

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

‘হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি— যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি—যে সবচেয়ে বেশি পরহেজগার। আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন।’ (সুরা আল-হুজুরাত: আয়াত ১৩)

২. সব মানুষ একই মাটি থেকে সৃষ্টি

চামড়ার রঙ যাই হোক না কেন, সব মানুষই একই উৎস থেকে জন্ম নেওয়া। আল্লাহ তাআলার ঘোষণা—

مِنۡهَا خَلَقۡنٰكُمۡ وَ فِیۡهَا نُعِیۡدُكُمۡ وَ مِنۡهَا نُخۡرِجُكُمۡ تَارَۃً اُخۡرٰی

‘আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি; তাতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব।’ (সুরা ত্বাহা: আয়াত ৫৫)

হাদিসের আলোকে মানুষের সম্মান, সমতা ও চরিত্রের মর্যাদা

৩. ইসলাম বর্ণ বৈষম্য সম্পূর্ণরূপে বাতিল করেছে

ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছে, রঙে কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব চরিত্রে। রাসুলুল্লাহ (সা.) বিদায় হজের ভাষণে ঘোষণা করেন—

يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى

‘হে লোক সকল! শোনো, তোমাদের প্রতিপালক এক, তোমাদের পিতা এক। আরবের ওপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। লালবর্ণের (গায়র আরব) ওপর কালো মানুষের, বা কালো মানুষের ওপর লালবর্ণের কোনো শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নেই। শ্রেষ্ঠত্ব ও মর্যাদা আছে তো কেবল ‘তাক্বওয়ার’ কারণেই।’ (মুসনাদ আহমদ ২৩৪৮৯, শুআবুল ইমান বাইহাক্বি ৫১৩৭)

৪. মানুষের বাহ্যিক রূপ নয়, আল্লাহ হৃদয় ও আমল দেখেন

চামড়া নয়, মানুষের হৃদয় ও চরিত্র সবচেয়ে মূল্যবান। রাসুলুল্লাহ (সা.) হাদিসে বর্ণনা করেন—

إِنَّ اللَّهَ لاَ يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ وَلاَ إِلَى صُوَرِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ ‏أَشَارَ بِأَصَابِعِهِ إِلَى صَدْرِهِ

‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের শরীর ও বাহ্যিক আকৃতির প্রতি নযর করেন না বরং তিনি তোমাদের অন্তরের প্রতি দৃষ্টিপাত করেন। আর তিনি তার আঙুলের দ্বারা নিজের বুকের দিকে ইশারা করেন।’ (সহিহ মুসলিম ৬৩১০)

৫. যার অন্তর সুন্দর— সেই আসল সুন্দর

সৌন্দর্য রঙে নয়, বরং মানুষ সুন্দর পরিষ্কার হৃদয় ও সত্য চরিত্রে। রাসুলুল্লাহ (সা.)বলেছেন—

أَىُّ النَّاسِ أَفْضَلُ قَالَ ‏- كُلُّ مَخْمُومِ الْقَلْبِ صَدُوقِ اللِّسَانِ ‏,‏ قَالُوا صَدُوقُ اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُومُ الْقَلْبِ قَالَ – هُوَ التَّقِيُّ النَّقِيُّ لاَ إِثْمَ فِيهِ وَلاَ بَغْىَ وَلاَ غِلَّ وَلاَ حَسَدَ

‘কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বলেন, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যভাষী ব্যক্তি। তারা বলেন, সত্যভাষীকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তি কে? তিনি বলেন, সে হলো পূত-পবিত্র নিষ্কলুষ চরিত্রের মানুষ যার কোনো গুনাহ নাই, নাই কোনো দুশমনি, হিংসা-বিদ্বেষ, আত্ম-অহমিকা ও কপটতা।’ (ইবনে মাজাহ ৪২১৬)

চরিত্র যেসব কারণে সবচেয়ে বড়—

> রঙ নয়, চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়

> আল্লাহর কাছে তাকওয়া ও নৈতিকতা-ই মর্যাদার মানদণ্ড

> বাহ্যিক রূপ নশ্বর; হৃদয়ের সৌন্দর্য চিরস্থায়ী

> চরিত্রবান মানুষ সমাজে শান্তি ও আলো ছড়ায়

> রঙের পার্থক্য পরীক্ষা; চরিত্রের উৎকর্ষ সফলতা

চামড়া কালো হোক কিংবা সাদা; এটি আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ কখনো তার সৃষ্টিকে রঙ দিয়ে বিচার করেন না। আল্লাহ বিচার করেন অন্তর দিয়ে, আমল দিয়ে, চরিত্র দিয়ে। মানুষের রঙ পরিবর্তন হতে পারে, বয়সের সঙ্গে সৌন্দর্য ম্লান হতে পারে কিন্তু ভালো চরিত্র কখনো ম্লান হয় না; বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়। তাই আমরা নিজেরা সুন্দর দেখানোর আগে— নিজেকে সুন্দর মানুষ বানানোর চেষ্টা করি। কারণ একদিন দুনিয়ার সব সাজসজ্জা মুছে যাবে কিন্তু আমাদের চরিত্রই হবে আমাদের পরিচয়, আমাদের মর্যাদা, আমাদের পরকালীন সফলতার পাসপোর্ট।

আল্লাহ আমাদের সবাইকে পরহেজগার, চরিত্রবান ও হৃদয়কে সুন্দর বানিয়ে দিন। آمين يا رب العالمين

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।