রাজধানীর গুলশান থানাধীন কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে হত্যারহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানিয়েছে, সাদিয়া রহমান মিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তবে তিনি দীর্ঘদিন ঢাকায় বাস করছিলেন। কালাচাঁদপুর এলাকার একটি আটতলা ভবনের দোতলায় এক তরুণীসহ তিনি সাবলেট থাকতেন। বিভিন্ন বারে নাচগান করতেন মিম।
গুলশান থানার ওসি রাকিবুল হাসান গণমাধ্যম কে বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে তরুণীকে গলাকেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
