শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে সাত স্থাপনা সিলগালা, ১৪ জনকে থানায় সোপর্দ

মোল্লা নাসির
ডিসেম্বর ৫, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গুলশানে রাজউকের অভিযানে সিলগালা করা একটি স্থাপনা

রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে আমারিসহ সাতটি স্থাপনা সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আবাসিক অনুমতি নিয়ে এসব ভবনে বাণিজ্যিক কার্যক্রম চলছিল।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। এ সময় ভবনগুলোতে থাকা স্পা ও সেলুনের ১৪ জন নারী-পুরুষকে থানায় সোপর্দ করা হয়।

রাজউক জানায়, অভিযানে আবাসিক ভবনে অননুমোদিত স্পা ও সেলুন পরিচালনার কারণে গুলশানের ৪১ নম্বর রোডের নাইস সেলুন সিলগালা করে দেওয়া হয়। গুলশানের হোটেল আমারিতে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার দায়ে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়। তবে হোটেলটিতে বিদেশি অতিথি অবস্থান করায় তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য শুধু সেই সকল রুম খালি করার জন্য রোববার পর্যন্ত সময় দিয়ে অঙ্গীকারনামা নেওয়া হয়।

মোবাইল কোর্ট চলাকালে গুলশানের হোটেল লেকশোরে আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার করা হলেও আদালতের স্থিতাবস্থা থাকায় কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি।

অভিযানে গুলশানের ২৪ নম্বর রোডের রতনপুর ক্যাসেল নামক ৬ তলা ভবনের ৪টি তলায় অবৈধ স্পা ও সেলুন পরিচালনা করায় তা সিলগালা করে দেওয়া হয়। ৪১ নম্বর রোডের উডেন নাইস ফার্নিচারে অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় তা সিলগালা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।