বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৩, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. আশিকুর রহমান আশিক (৩০)।

রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, রোববার (২ নভেম্বর) সকালে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কাভার্ড ভ্যানযোগে ফেনসিডিল নিয়ে কুমিল্লা হতে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করে।

পরবর্তীতে দুপুর ২টায় আগত কাভার্ড ভ্যানটি উক্ত স্থানে পৌঁছালে গাড়ি থামানোর সিগন্যাল দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আশিককে গ্রেফতার ও কাভার্ড ভ্যানের পেছনের পাল্লা খুলে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী জেলা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।