শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোয়েন্দা পুলিশের হাতে সাংবাদিক শওকত মাহমুদ আটক

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৭, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার বিকেলে রাজধানীর মালিবাগের বাসার সামনে থেকে আটক করা হয়।

বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম। তিনি বলেন, এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদ কে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে সিদ্ধান্ত জানানো হবে।

চলতি বছরের এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মহাসচিব শওকত মাহমুদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।