শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে হানাদারমুক্ত দিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোভাযাত্রা, বিজয় উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম সাত্তার মণ্ডল, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ প্রমুখ।

অপরদিকে স্বজন সমাবেশ আয়োজিত বিজয় উৎসব ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম সাত্তার মণ্ডল। ৭১-এর রণাঙ্গনের বীরত্বের ইতিহাস তুলে ধরেন- মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুবেদ আলী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, আব্দুল কদ্দুস, নুরুল ইসলাম, মোজাম্মেল হোসেন, আব্দুল জলিল, তমিজ উদ্দিন। বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, দৈনিক আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, মানবজমিনের গৌরীপুর প্রতিনিধি শামীম হোসেন আলভী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।