বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের পতেঙ্গা, ইপিজেড ও হালিশহরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা, ইপিজেড ও হালিশহর থানা এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দুই মোটরসাইকেল আরোহী, একজন পথচারী ও একজন নারী পোশাককর্মী রয়েছেন। দুর্ঘটনাগুলো ঘটেছে মঙ্গলবার সকাল থেকে বুধবার গভীর রাত পর্যন্ত আকমল আলী লিংক রোড, ফৌজদারহাট টোল রোড এবং স্টিল মিলস বাজার এলাকায়।

প্রথম ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইপিজেড থানাধীন আকমল আলী লিংক রোডে। পুলিশ জানায়, সড়কের পাশে হাঁটার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন পথচারী মো. শাহজাহান (৪৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শাহজাহান ইপিজেড থানার কাজী গলি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ড্রাইভার ছিলেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় ঘাতকরা। পুলিশ বাইকটি জব্দ করলেও অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে ১১টার দিকে হালিশহর লিংক রোড সংলগ্ন ফৌজদারহাট টোল রোড এলাকায়। চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন দুই যুবক। হালিশহর থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে বিভিন্ন সূত্রে নিহতদের পরিচয় জানা যায়— শাহরিয়ার আজিজ অনিক (২৬), পিতা মো. আব্দুর রব, বাসস্থান আগ্রাবাদ; গ্রামের বাড়ি সোনাইমুড়ী, নোয়াখালী এবং মো. সোহান (২৬), বর্তমান ঠিকানা বাংলাদেশ ব্যাংক কলোনী, আগ্রাবাদ। তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তৃতীয় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৭টার দিকে পতেঙ্গা থানাধীন স্টিল মিলস বাজার এলাকায়। পুলিশ জানায়, কাজে যাওয়ার সময় কভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন নারী শ্রমিক মনি আক্তার (২৫)। তিনি কেইপিজেডে অবস্থিত ভেঞ্চুরী নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলায়।

তিনটি পৃথক দুর্ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছেন। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্থানীয়রা এসব সড়কে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।