শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে 

চট্টগ্রাম প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

“একদিন তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে”

৯ অক্টোবর “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে” এমন প্রতিপাদ্য স্লোগান বুকে ধারণ করে গত ৭ অক্টোবর ২০২৫ আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: জিয়াউদ্দীন, কমিশনার চট্টগ্রাম বিভাগ।

সভাপতিত্ব করেন মো: কামরুজ্জামান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলার নিবন্ধন কৃত স্বেচ্ছাসেবী সংস্থা, এনজিও, সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।আরও উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা এবং পরিচালকসহ অন্যান্য সদস্যরা ।

আলোচনা শেষে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের অনুকূলে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০২৪-২৫ অর্থবছরে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।

আলোচনা সভার শুরুতে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।