বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে লায়ন্স জেলা ৩১৫ বি/৪ এর অক্টোবর সেবা সপ্তাহ শুরু: বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন

অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক  :  অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স জেলার উদ্যোগে গতকাল (৩০ সেপ্টেম্বর)মঙ্গলবার র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি উদ্বোধন করেন লায়ন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু, ২য় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।

র‌্যালি কমিটির চেয়ারম্যান ডা. আব্দুল্লাহ আল হরুনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন নুরুল আলম বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন ইমতিয়াজ ইসলাম, লিও ক্লাব চেয়ারম্যান বদিউর রহমান, লিও ইউথ এক্সচেঞ্জ লায়ন শাহাজালাল প্রমুখ।

বর্ণাঢ্য র‌্যালিতে লায়ন্সের শতশত সদস্য এবং ৫ শতাধিকের উপরে লিও সদস্যরা বিভিন্ন ক্লাবের ব্যানারে অংশগ্রহণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।