শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর নাম ওমর ফারুক সুমন। তিনি আরবি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায়।পরিবার ও পুলিশ সূত্র জানায়, খুলশীর ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসায় মামার বাসায় থাকতেন সুমন। দুই দিন আগে সুমনের মামা–মামি পরিবার নিয়ে তুরস্কে বেড়াতে যান। বাসায় ছিলেন সুমন ও তার বড় ভাই। বিকেলে বড় ভাইকে ফোন করে তিনি জানতে চান, ‘তুমি কোথায়, বাসায় আসতে কতক্ষণ লাগবে?’ বড় ভাই জানান, আসতে দেরি হবে। এরপর আর ফোনে সুমনকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, পরে বাড়ি থেকে তার মা ফোন দিয়ে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ প্রকাশ করলে বড় ভাই বিল্ডিংয়ের দারোয়ানকে দিয়ে ফ্ল্যাট চেক করান। কলিংবেল বাজিয়েও সাড়া না পেলে বড় ভাই দ্রুত বাসায় এসে দরজা ভেঙে ভেতরে ঢুকলে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এক প্রত্যক্ষদর্শী জানান, সুমনের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা— “আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা–আকাঙ্ক্ষা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন। আমার সব অভিযোগ নিজের প্রতি।” আরেকটি চিরকুটে তিনি আগে লিখেছিলেন— “আশাই জীবন আশাই মরণ, ব্যর্থতা হতাশা-অন্ধকারে নিয়ে যায়।”

খুলশী থানার ওসি শাহীনুর জামান বলেন, সুমনের বড় ভাই সন্ধ্যায় বাইরে ছিলেন। বাসায় ফিরে বারবার ডাকলেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান। মামা–মামি বিদেশে আছেন, বাসায় ওই সময় সুমন একাই ছিলেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।