বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরের দিকে নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত থানায় মামলা হয়নি। ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান সরকার পতনের আগে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ-সদস্য ছিলেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মাইক্রোবাসে আটজনের একটি দল মুজিবুরের বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। তাদের মুখে মাস্ক ছিল। বাড়ির গেটে ও পেছনে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে। চাঁদা না পেয়ে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, বড় সাজ্জাদের পরিচয় দিয়ে একটি বিদেশি নম্বর থেকে মাসদেড়েক আগে ফোন করে আমাকে যোগাযোগ করতে বলা হয়। আমি বিষয়টি তেমন আমলে নিইনি। দুবার ফোন করা হয়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ যুগান্তরকে বলেন, জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

এর আগে ১৪ ডিসেম্বর নগরীর পাঁচলাইশ থানার হামজার বাগের মুরাদপুর-অক্সিজেন সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই ভবন মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।