শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ছুটি কাটানো পুলিশ কর্মকর্তা জামায়া‌তের প্রার্থীর জনসভায় অংশগ্রহণে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ছুটি থাকাকালীন সাতক্ষীরা-২ আসনে জামায়া‌তে ইসলামী‌র প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী জনসভায় ইউনিফর্ম পরে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার দুপুরে যশোর জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মহিবুল্লাহ কারী। তিনি নড়াইল জেলায় বাসিন্দা ও যশোর পুলিশ লাইনসে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের আমীর জিয়াউর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে জামায়া‌তে ইসলামী‌ মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা আমতলা মোড়ে অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ওই পথসভায় ইউনিফর্ম পরে ইসলামী সঙ্গীত পরিবেশন ও নির্বাচনী বক্তব্য দেন এএসআই মহিবুল্লাহ কারী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহিবুল্লাহ কারী গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে নড়াইল জেলার বাড়িতে রওনা হন। ছুটি শেষে ১২ ডিসেম্বর তিনি কর্মস্থলে যোগদান করেন। সাতক্ষীরায় জামায়া‌তে ইসলামী‌র পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য রাখার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।