বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই, উপদেষ্টা সাখাওয়াত 

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৭, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নৌ-পরিবহণ ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, জাতিগঠনে শিক্ষার বিকল্প নেই। মানব উন্নয়নে শিক্ষা বিশ্বের কাছে পরিচিত লাভ করতে সহায়ক ভূমিকা পালন করবে।

সোমবার বেলা ১১টায় চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, চরফ্যাশন একটি পর্যটক এলাকা। এখানে শিক্ষার মান আরও বৃদ্ধি করতে হবে। উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় হিসাবে ফল অনেক ভালো। এখানকার শিক্ষার্থীরা দেশ ও বিদেশে ভালো অবস্থানে রয়েছে। শ্রেণিকক্ষ উন্নয়নের জন্যে বরাদ্দ চেয়ে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জহিরুল ইসলামের সঞ্চলনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এই স্কুলের ছাত্রী ও ১৯৫৮ সালে প্রথম ছাত্রী মেট্রিকুলেশন পাশ করা উপদেষ্টার সহধর্মিণী ড. রেবেকা। আরও বক্তব্য দেন ডাক্তার রোজী আক্তার প্রমুখ। তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।