শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয়তাবাদী কর্মজীবী দলের ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৬, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

মো.নিজাম উদ্দিন (বামে) ও সৈয়দ জিয়াউল হক। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল ঢাকা মহানগর উত্তরের ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মো. নিজাম উদ্দিনকে, আর সদস্যসচিব হয়েছেন সৈয়দ জিয়াউল হক।

শুক্রবার জাতীয়তাবাদী কর্মজীবী দলের কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন খান ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার এই কমিটি অনুমোদন করেন। আগামী তিন মাসের মধ্যে মহানগর উত্তরের সব থানা কমিটি গঠন করে পরবর্তীতে মহানগর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানানো হয়।

নতুন এই কমিটিতে জাহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং এ আর আশিক চৌধুরী, মো. মনজিল হোসেন, সৈয়দ একরাম উদ্দিন মঞ্জু, মো. আলী হোসেন, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মনিরুল ইসলাম মাহমুদ, হিরো জোয়ারদারসহ ২০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সাদ্দাম হোসেন তুরিন, আশিক উল্লাহ, হানিফ মৃধা, খোকন শিকদার, জাকির হোসেন, জসিম হাওলাদারসহ ২০ জনকে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।