মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ঃ চুড়ান্ত পর্বে ১৬ দল,  খেলার ফিকচার ও ভেন্যু চুড়ান্ত হয়নি

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৪, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

তারুণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৫ এর ২য় রাউন্ড শেষে এরিমধ্যে চট্টগ্রাম সহ ১৬ দল চুড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। গতকাল রবিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম ও কক্সবাজার জেলা দলের ফিরতি ম্যাচে রোমানের একমাত্র গোলে জয়লাভ করে চট্টগ্রাম জেলা দল চুড়ান্ত পর্ব নিশ্চিত করে। চুড়ান্ত পর্বের খেলার ভেন্যু ও ফিকচার এখনো চুড়ান্ত হয়নি।

চট্টগ্রাম সহ চুড়ান্ত পর্বে উঠে আসা দল গুলো হলঃ

১) চট্টগ্রাম

২) ফেনী

৩) কুমিল্লা

৪) বাগেরহাট

৫) নওগাঁ

৬) বগুড়া

৭) সাতক্ষীরা

৮) খুলনা

৯) যশোর

১০) নেত্রকোনা

১১) সিরাজগঞ্জ

১২) রাজবাড়ী

১৩) দিনাজপুর

১৪) রংপুর

১৫) নরসিংদী

১৬) মৌলভীবাজার

উল্লেখ্য জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৫ বাংলাদেশের ৬৪ জেলার পুরুষ সিনিয়র ফুটবল দল সমূহের অংশগ্রহণে আগামী ৩০ আগস্ট হতে ৮টি অঞ্চলে বিভক্তি হয়ে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে শুরু হয়ে ২য় রাউন্ড শেষে প্রত্যেক অঞ্চল হতে ২ টি দল চুড়ান্ত পর্বে উন্নীত হয়েছে। চুড়ান্ত পর্বের ৮ টি রাউন্ড অব ১৬ এ খেলা , কোয়ার্টার ফাইনাল ৪ টি , সেমি ফাইনাল ২ টি খেলা এবং তৃতীয় স্হান নির্ধারণ ও ফাইনাল খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।